রবিবার ১৫ অক্টোবর ২০২৩ - ১১:৩৯
দখলকারী ইহুদিবাদী সেনাদের অবস্থানে হিজবুল্লাহ লেবাননের হামলা

হাওজা / লেবাননের সূত্রগুলো ঘোষণা করেছে যে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী সরকারের সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের সূত্রগুলো দক্ষিণ লেবাননের দখলকৃত কাফর শুবা পাহাড়ে ইহুদিবাদী সামরিক ঘাঁটিতে চলমান হামলার ঘোষণা দিয়েছে এবং ঘোষণা করেছে যে এই পাল্টা হামলাগুলো ক্ষেপণাস্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে।

দখলকারী ইহুদিবাদী সরকার লেবানন ও দখলকৃত ফিলিস্তিনের সীমান্ত এলাকায় নৃশংসভাবে বোমাবর্ষণ ও গোলাবর্ষণ করেছে, যার জবাবে হিজবুল্লাহর সৈন্যরা রুওয়াইস আল-ইলাম, সামাকাহ এবং যায়দিন নামক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

ইহুদিবাদী সূত্র আরও জানিয়েছে যে লেবানন এবং অধিকৃত ফিলিস্তিনের সীমান্ত এলাকায় সমস্ত ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha